পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরিতা চলমান। বহির্বিশ্বের কাছে ‘চিরশক্র’র তকমাও পেয়েছে তারা। সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি। কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের পর্যটন এলাকায় নিরপরাধ মানুষের ওপর ঘটা এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে এমন নানা খবর।
সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। অন্যদিকে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করছে।
এ নিয়ে দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে। নয়াদিল্লি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিত ও সীমান্ত বন্ধের পদক্ষেপ নিয়েছে। পাল্টা পদক্ষেপে ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। এতে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া যাত্রীদের দেয়া এক সতর্কবার্তায় জানায়, আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কিছু ফ্লাইট বিকল্প দীর্ঘ পথ ধরে যেতে হবে।